সিলেট সংবাদদাতা: 
সিলেটের
মৌলভীবাজার জেলায় র্যাবের অভিযানে
নকল বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ
দেশি-বিদেশি জাল নোট জব্দ করা হয়েছে। এ ঘটনায় অনলাইনে
অস্ত্র বিক্রির নামে প্রতারণার অভিযোগে মোক্তাদির আলী রিপন (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার
করেছে র্যাব। তিনি
মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার বাসিন্দা।
র্যাব-৯
জানায়, সোমবার (১৩ অক্টোবর) দিবাগত
রাত ১২টা ২৫ মিনিটে র্যাব-৯ এর সিপিসি-২ মৌলভীবাজার ও
সদর কম্পানি সিলেটের যৌথ অভিযানে কুলাউড়া এলাকায় রিপনের বাসায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। অভিযান চলাকালে রিপনের বাড়ির একটি ওয়াড্রোব থেকে ৩০ লাখ টাকার
দেশি নোট এবং ৬০ লাখ টাকার
বিদেশি নোটসহ মোট ১ কোটি টাকার
জাল নোট উদ্ধার করা হয়। এ সময় আরও
৫টি বিদেশি নকল পিস্তল ও ৮ রাউন্ড
গুলি জব্দ করা হয়।
র্যাব জানায়, গত তিন মাস
ধরে রিপন বিভিন্ন সরবরাহকারীর কাছ থেকে অনলাইনে নকল অস্ত্র ও জাল নোট
ক্রয় করতো। এরপর ভিডিও কলের মাধ্যমে আগ্রহী ক্রেতাদের কাছে এসব দেখিয়ে বিশ্বাস অর্জন করতো।
পরে কেউ টাকা পরিশোধ করলে কখনও কুরিয়ারে নকল পণ্য পাঠাত, আবার অনেক সময় ভুয়া কুরিয়ার স্লিপ দেখিয়ে অগ্রিম টাকা নিয়ে ফোন বন্ধ করে দিত। এভাবে সে বিপুল অর্থ
হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করেছে।
র্যাব-৯ এর অতিরিক্ত
পুলিশ সুপার (গণমাধ্যম কর্মকর্তা) কে এম শহিদুল
ইসলাম সোহাগ বলেন,“গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা আলামতসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।”