অভিনেত্রী রূপা দত্তের বিরুদ্ধে চুরি ও পকেটমারির অভিযোগে

Date: 2025-11-01
news-banner

বিনোদন ডেস্ক:

সুন্দরী, ক্যারাটেতে ব্ল্যাক বেল্টধারী, একসময় বলিউডে কাজ করেছেন—তবু চুরি ও পকেটমারির অভিযোগে বারবার শিরোনামে উঠে আসছেন তিনি। তিনি আর কেউ নন, কলকাতার অভিনেত্রী রূপা দত্ত।

সম্প্রতি আবারও চুরির ঘটনায় আলোচনায় এসেছেন রূপা। গত ১৫ অক্টোবর এক নারীর ব্যাগ থেকে সোনার গয়না ও নগদ টাকা চুরির অভিযোগ ওঠে। অভিযোগের তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, ঘটনার সঙ্গে রূপা দত্ত জড়িত। এরপর গত বৃহস্পতিবার রাতে বড়বাজার থানা এলাকার নন্দরাম মার্কেটের কাছ থেকে তাকে আটক করে পুলিশ।

যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক রূপা অভিনয়ের প্রতি আগ্রহ থেকে টলিউডে কাজের সুযোগ না পেয়ে মুম্বাই পাড়ি দেন। সেখানে ‘জয় মা বৈষ্ণো দেবী’ সিরিজে অভিনয় করে তিনি পরিচিতি পান। এছাড়া অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে ‘কেল্লাফতে’ চলচ্চিত্রেও অভিনয় করেন। পরবর্তীতে বেশ কিছু ছোট চরিত্রে অভিনয় করলেও সাম্প্রতিক সময়ে তিনি আলোচনায় আসেন নানা অপরাধমূলক কর্মকাণ্ডের জন্যই।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এর আগেও ২০২২ সালে কলকাতা বইমেলায় পকেটমারি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছিলেন রূপা। তখন তার ব্যাগ থেকে নগদ ৭৫ হাজার টাকা ও একাধিক মানিব্যাগ উদ্ধার করে পুলিশ, এবং তাকে জেল হেফাজতে পাঠানো হয়।

তাছাড়া ২০২০ সালে তিনি পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন, যা পরবর্তীতে তদন্তে মিথ্যা প্রমাণিত হয়। পুলিশ জানায়, রূপা ভুলবশত অন্য এক ব্যক্তির সঙ্গে আলাপচারিতাকে অনুরাগ কাশ্যপের সঙ্গে কথোপকথন বলে দাবি করেছিলেন।

সবশেষ চুরির ঘটনায় অভিযোগকারী নারীর ব্যাগ থেকে ২০ গ্রাম ওজনের সোনার মঙ্গলসূত্র, ২১ গ্রাম সোনার চেন, দুটি সোনার বালা এবং নগদ ৪ হাজার টাকা চুরি হয়। জিজ্ঞাসাবাদের পর রূপার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ মোট ৬২.৯৫ গ্রাম ওজনের সোনার গয়না উদ্ধার করেছে।

তথ্য সূত্র: কালেরকন্ঠ

advertisement image

Leave Your Comments