ময়মনসিংহ
সংবাদদাতা:
ময়মনসিংহে
পরকীয়ার জেরে সংঘটিত পুলিশ সদস্য সাইফুল ইসলাম হত্যা মামলায় এক পুলিশ দম্পতিকে মৃত্যুদণ্ড
দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক
হারুন-অর-রশিদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা
হলেন-কনস্টেবল মো. আলাউদ্দিন, পিতা মোনাসেফ আলী, গ্রাম ভবানীপুর, নলছিটি, ঝালকাঠি;
ও তার স্ত্রী নাসরিন নেলী।
মামলার
বিবরণে জানা যায়, ২০১৪ সালে ময়মনসিংহ নগরীর কাঁচিঝুলি এলাকায় পরকীয়ার জেরে নিজের সহকর্মী
কনস্টেবল সাইফুল ইসলামকে খুন করেন আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন নেলী। হত্যার পর লাশ
বস্তাবন্দি করে গুমের চেষ্টা চালানো হয়।
গুমের
সময় নগরীর টাউন হল মোড় এলাকায় লাশসহ পুলিশের হাতে আটক হন অভিযুক্ত পুলিশ দম্পতি।
এরপর
নিহত সাইফুল ইসলামের মা মোছা. মুলেদা বেগম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের
করেন। মামলায় কনস্টেবল আলাউদ্দিন, তার স্ত্রী নাসরিন নেলীসহ অজ্ঞাতনামা আরও দুজনকে
আসামি করা হয়।
সাক্ষ্যগ্রহণ
শেষে আজ বৃহস্পতিবার সকালে আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের
আদেশ দেন। আইনজীবীরা বলেন, পুলিশের দুই সদস্যের বিরুদ্ধে এ ধরনের রায় আইনশৃঙ্খলা বাহিনীর
ভাবমূর্তিকে কলঙ্কমুক্ত করতে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়ে রবে।