পটুয়াখালীতে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন বাউফলের ইউএনও

Date: 2025-10-19
news-banner

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা :

পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী অফিসার ও বাউফল পৌর প্রশাসক আমিনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন। জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন।

রোববার সকাল ১১টায় জেলা প্রশাসন দরবার হলে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী শ্রেষ্ঠ ইউএনও হিসাবে আমিনুল ইসলামের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।

বাউফল পৌরসভা সূত্রে জানা যায়, শূন্য থেকে তিন বছর বয়সী শিশুদের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অগ্রগামী ভূমিকার জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে পৌর প্রশাসকদের এ সম্মাননা প্রদান করা হয়। অক্টোবরে বাউফল পৌরসভা জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে।

এর আগে জুলাই মাসেও জেলার সব পৌরসভার দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসারদের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছিলেন আমিনুল ইসলাম।

জেলা প্রশাসকের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম, জেলার সকল ইউএনও সহ জেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

advertisement image

Leave Your Comments