কিশোরগঞ্জ সংবাদদাতা:
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় পাখি শিকারের প্রতিবাদ করায়
মাজহারুল ইসলাম (২৮) নামে এক যুবকের কপালে এয়ারগানের গুলি করার ঘটনায় মামলা হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ নানশ্রী গ্রামে।
গুলিবিদ্ধ মাজহারুল ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি
করেন। বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় শুক্রবার মাজহারুলের বাবা মিজানুর রহমান বাদী হয়ে
করিমগঞ্জ থানায় দুজনকে আসামি করে মামলা দায়ের করেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ
মাহবুব মোরশেদ বলেন, “একজনের নাম মামলায় উল্লেখ আছে—রাসেল নামে এক তরুণ। আরেকজন অজ্ঞাতপরিচয়।
আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং ঘটনাটি তদন্তাধীন।”
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মোটরসাইকেলে করে
তিন যুবক দক্ষিণ নানশ্রী গ্রামে প্রবেশ করেন। তাদের হাতে ছিল এয়ারগান। গ্রামের কবরস্থানের
গাছে থাকা পাখি শিকার করতে চাইলে স্থানীয় কয়েকজন বাধা দেন। তখন অভিযুক্তরা প্রথমে তিনটি
ফাঁকা গুলি ছোড়ে।
শব্দ শুনে বাড়ি থেকে বের হয়ে প্রতিবাদ করলে এক যুবক মাজহারুলের
কপালে গুলি ছোড়ে। এরপর তারা দ্রুত স্থান ত্যাগ করে।
গ্রামবাসীর দাবি, ওই এলাকায় বহুদিন ধরে নানা প্রজাতির পাখির
আবাস রয়েছে। তারা প্রশাসনের কাছে পাখি শিকার বন্ধে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।