পুলিশের কাছ থেকে যুবলীগ নেতা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

Date: 2025-11-05
news-banner

অনলাইন ডেক্স: 

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে পুলিশের কাছ থেকে গাজী বোরহান উদ্দিন নামে এক যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে উপজেলার অরুয়াইল বাজারে পুলিশ ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

ছিনিয়ে নেওয়া গাজী বোরহান উদ্দিন অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর থেকে একাধিক মামলার আসামি ছিলেন গাজী বোরহান উদ্দিন। মঙ্গলবার সন্ধ্যার দিকে অরুয়াইল পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তার করে ক্যাম্পে নিয়ে আসেন। খবর পেয়ে বোরহানের ভাই গাজী গিয়াস উদ্দিনসহ তাদের গোষ্ঠীর অন্তত দেড় থেকে দুই শতাধিক লোকজন ক্যাম্পের সামনে জড়ো হন এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন।

পরে রাতের দিকে পুলিশ বোরহান উদ্দিনকে দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে সরাইল থানায় নেওয়ার সময় হামলার শিকার হয়। এ সময় পুলিশের কাছ থেকে বোরহান উদ্দিনকে ছিনিয়ে নেওয়া হয়।

এই ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, “ঘটনার পর একটি মামলা হয়েছে। ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।”



তথ্য সূত্র: কালের কন্ঠ।

Leave Your Comments