পটুয়াখালীতে পাঁচ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

Date: 2025-09-26
news-banner
মু. আবু সুফিয়ান, বাউফল থেকে :
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে পটুয়াখালী বাউফলে জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। 
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বাউফল উপজেলা জামায়াতের উদ্যোগে  উপজেলা চত্বরে  সংক্ষিপ্ত সমাবেশ শেষে  বিশাল বিক্ষোভ  মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোলাবাড়ি মোড় হয়ে বাউফল সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। F4sMt5B.jpeg
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ ইসহাক মিয়া। সমাবেশে প্রধান অতিথি ছিলেন তিনিই। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির মাওলানা মোঃ রফিকুল ইসলাম, বাউফল উপজেলার নির্বাচন পরিচালক অধ্যক্ষ কাজী মু. আবদুদ দাইয়্যান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ রেদওয়ান উল্লাহ এবং ইসলামী ছাত্র শিবিরের পটুয়াখালী জেলা সভাপতি রাকিবুল  ইসলাম নূর ও উপজেলা সভাপতি মোঃ লিমন হোসেন।hWlgPKL.jpeg
বক্তারা বলেন- জাতীয় জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। পাশাপাশি তারা আরও দাবি জানান—
১. আসন্ন জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষ চালু করতে হবে,
২. অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে,
৩. ফ্যাসিবাদী সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে,
৪. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।ZXzGtgW.jpeg
সমাবেশ ও মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে প্রায় ১০ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে  অংশগ্রহণ করেন।
এছাড়াও ইসলামিক আন্দোলন বাংলাদেশ একই দাবিতে পৌর শহরে সকাল ১১ টায় সমাবেশ  ও মিছিল করে। 

Leave Your Comments