সঞ্জয় ব্যানার্জী, পটুয়াখালী :
পটুয়াখালী দশমিনা উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের
মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিসের
আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাফর আহমেদ এর সভাপতিত্বে
ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন'র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান। ওই সময় তিনি বলেন- ২০২৫-২৬
অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় দশমিনা উপজেলার ৫ হাজার ৫শত ৫জন কৃষককে রবি
মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর খেসারী, ফেলন ও শাক-সবজী
ফসল আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষে এ সার ও বীজ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় লক্ষ্যমাত্রা অর্জিত
হলে কৃষকরা যেমন লাভবান হবেন তেমনি সরকারেরও কৃষি ঘাটতি মোকাবেলা সহজ হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন চন্দ্র
মজুমদার, জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল রহমান শাহিন, আরডিও আরিফ হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা
মনিরুল হক ও তথ্যআপা নাদিয়া আফরোজসহ সুবিধাভোগী
নারী পুরুষ সহ অন্যান্যরা।