পটুয়াখালীতে সিএনজি উল্টে আহত ৪

Date: 2025-09-25
news-banner
পটুয়াখালী সংবাদদাতা:
পটুয়াখালী বাউফল-বগা আঞ্চ‌লিক সড়কে নির্মাণ কাজের ফেলে রাখা বালুর স্তুপের সাথে ধাক্কা লেগে সিএনজি উল্টে চালক ও যাত্রীসহ ৪জন আহত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার সময় উপজেলার মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা গ্রামের রহমানিয়া কাসেমুল উলুম কওমী মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনার ঘটনা ঘটে।
আহতরা হলেন- যাত্রী সিদ্দিকুর রহমান (৪৫), মো. রেদোয়ান (৩০), মুসা (১০) ও সিএনজি চালক কামাল হোসেন। এ ঘটনায় হাবিব (৫৫) নামের এক ব‌্যা‌ক্তিকে গুরুতর আহত অবস্থায় ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
d4qjLTD.jpeg
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকতারুজ্জামান সরকার বলেন, পাশের একটি সংস্কার কাজের বালুর স্তূপ মহাসড়কের অর্ধেক অংশ জুড়ে রাখা ছিল। দ্রুতগতিতে আসা সিএনজির এক চাকা ওই বালুর স্তূপে উঠে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারায় এবং গাড়িটি উল্টে গাছের ওপর পড়ে দুর্ঘটনার শিকার হয়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
3f7bhZz.jpeg
 এবিষয়ে অ‌ভিযুক্ত ইউপি সদস‌্য রা‌জিব বলেন, রাস্তা নির্মা‌ণের জন‌্য বালু আনা হয়েছে কিন্তু গা‌ড়ির ড্রাইভার আমাকে না জা‌নিয়ে রাস্তার উপর বালু ফেলে রাখেন। দূর্ঘটনার পর আমি জেনেছি।অ‌ভিযোগ অস্বীকার করে চালক মো. ম‌নির হোসেন বলেন, মেম্বা‌র আমাকে রাস্তার উপরে বালু ফেলতে বলেছেন। দুপুর ২টার সময় আমি বালু রেখে আস‌ছি। 

Leave Your Comments