পটুয়াখালীতে জামায়াত নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

Date: 2025-09-27
news-banner
পটুয়াখালী সংবাদদাতা :
পটুয়াখালী বাউফলে শ্রমিক নেতা মো. আবু জাফরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় উপজেলার বিলবিলাস বাজারে এ কর্মসূচি পালিত হয়।FdrZ1Rw.jpeg
জামায়াতের নেতৃবৃন্দ অভিযোগ করেন, গত শুক্রবার বিকেলে পাঁচ দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে আবু জাফর ফেরার পথে বিলবিলাস বাজারের শেরে বাংলা সড়কে স্বেচ্ছাসেবক দলকর্মী রাসেলের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে রাসেল এলোপাথাড়ি কিল-ঘুষি মারার পাশাপাশি আবু জাফরের হাত ধরে জোরে মুচড়ে দেন। এতে তার বাম হাত গুরুতর মচকে যায়।ZuP0mlm.jpeg
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাউফল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুস সোবহান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. রিদওয়ান উল্লাহ মাস্টার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা সভাপতি মো. লিমন হোসেন এবং স্থানীয় শ্রমিক নেতা মো. মুজাহিদুল ইসলাম।7iqw9Xw.jpeg
বক্তারা বলেন, অতীতের মতো বর্তমান সরকারও দমননীতি, হামলা ও নির্যাতনের মাধ্যমে গণআন্দোলন দমন করতে চাইছে। কিন্তু ইতিহাস সাক্ষী, স্বৈরাচারী সরকার কখনোই টিকে থাকতে পারেনি। জামায়াত সন্ত্রাস নয়, জনগণের ভালোবাসা নিয়েই এর দাঁতভাঙা জবাব দেবে।
সমাবেশ চলাকালে পাশেই স্থানীয় বিএনপি নেতাকর্মীরা স্লোগান দিলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Leave Your Comments