পটুয়াখালী সংবাদদাতা :পটুয়াখালী বাউফলে মাদক ও অন্যায়ের বিরুদ্ধে মানববন্ধন ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছেন মধ্য গোয়ালিয়াবাঘা তৃণমূল সমবায় যুব সমাজ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় উপজেলার গুলবাগ এলাকার সড়কের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ মামুন সিকদার এর সভাপতিত্ব আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপদেষ্টা কমল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক হাসানুল কবির, সদস্য আনিসুর রহমান ও সুমন দেওয়ান।
সভায় বক্তারা বলেন, বাউফলের অনেক এলাকা মাদকে গ্রাস করেছে। অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে। ঝড়ে পরেছে অনেক শিক্ষার্থী।  আমাদের এলাকার অনেক স্থানে ঢুকে পড়েছে। মাদকের কড়াল গ্রাস থেকে আমাদের সচেতন থাকতে হবে।
মানববন্ধন শেষে সংগঠনের নেতা কর্মীরা বিভিন্নস্থানের পতিত জমিতে ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করেন।