বিডিফেস২৪
ডেক্স:
জাতীয় প্রতিরক্ষা জোরদারে দেশের প্রায় নয় হাজার তরুণ-তরুণীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া বিষয়ক
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার
(১৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি
জানান, প্রাথমিকভাবে দেশের ৭টি প্রশিক্ষণ কেন্দ্রে ১৮ থেকে ৩৫
বছর বয়সী ৮ হাজার ২৫০
জন যুব এবং ৬০০ জন যুব নারীকে
জুডো, কারাতে, তায়কোয়ানডো ও শ্যুটিংয়ে মৌলিক
আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণ
কার্যক্রম আগামী ২২ নভেম্বর থেকে
শুরু হয়ে চলবে ১৫ দিনব্যাপী। প্রশিক্ষণার্থীদের
শারীরিক ও মানসিকভাবে সুস্থ
এবং এসএসসি পাস হতে হবে। নির্বাচিতদের জন্য থাকবে আবাসন, আহার, ট্র্যাকসুট, টি-শার্ট ও
কেডস। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীরা পাবেন ৪,২০০ টাকা
ভাতা ও একটি সনদপত্র।
প্রশিক্ষণের
স্থান ও বরাদ্দ:
ঢাকা
বিকেএসপি:
৬০০ (নারীদের জন্য নির্ধারিত)
কক্সবাজার
কেন্দ্র:
২,৯৭০ জন
চট্টগ্রাম কেন্দ্র: ৬৪০ জন
খুলনা কেন্দ্র: ১,১২০ জন
বরিশাল কেন্দ্র: ১,২০০ জন
সিলেট কেন্দ্র: ১,২০০ জন
দিনাজপুর কেন্দ্র: ১,১২০ জন
আগ্রহীদের
bkspds.gov.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৭ অক্টোবর থেকে।