অনলাইন ডেক্স:
সায়েন্স ফিকশন সিনেমার গল্প নয়- সত্যিই পৃথিবী এখন
পেয়েছে নিজের
জন্য
একটি
নতুন
‘চাঁদ’। জ্যোতির্বিজ্ঞানীরা সম্প্রতি জানিয়েছেন, আমাদের পরিচিত চাঁদের পাশাপাশি আরও একটি ক্ষুদ্র উপগ্রহ পৃথিবীর চারপাশে ঘুরছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীরা পৃথিবীর কক্ষপথের কাছাকাছি একটি ছোট গ্রহাণু শনাক্ত করেছেন, যার নাম ‘২০২৫ পিএন৭ (2025 PN7)’। এটি
পৃথিবীর একটি
‘কোয়াসি-স্যাটেলাইট’ বা ‘আধা-উপগ্রহ’ হিসেবে চিহ্নিত হয়েছে।
এই ধরনের
কোয়াসি-স্যাটেলাইট বস্তু
সূর্যকে প্রদক্ষিণ করলেও
পৃথিবীর সঙ্গে
একই
রকম
কক্ষপথ ধরে
চলে,
ফলে
আমাদের দৃষ্টিতে মনে
হয় যেন এটি পৃথিবীকে প্রদক্ষিণ করছে— যেন পৃথিবীর দুটি চাঁদ রয়েছে।
নাসার তথ্য অনুযায়ী, ‘২০২৫ পিএন৭’ অন্তত ২০৮৩ সাল পর্যন্ত পৃথিবীর কক্ষপথে এই সহযাত্রা বজায় রাখবে।
গবেষকদের হিসাব অনুযায়ী, ‘২০২৫ পিএন৭’-এর আকার
প্রায়
১৮ থেকে ৩৬ মিটার, অর্থাৎ একটি মাঝারি ভবনের উচ্চতার সমান।হাওয়াইয়ের হালিয়াকালা অবজারভেটরির প্যান-স্টারস জরিপে চলতি বছরের আগস্টে প্রথম এই বস্তুর অস্তিত্ব ধরা
পড়ে।আর্কাইভাল চিত্র
বিশ্লেষণ করে
বিজ্ঞানীরা ধারণা
করছেন,
এটি
১৯৬০ সাল থেকেই পৃথিবীর কাছাকাছি কক্ষপথে চলাচল করছে।
বিজ্ঞানীরা আশ্বস্ত করেছেন, এই নতুন
সঙ্গী
পৃথিবীর জন্য
কোনো
হুমকি
নয়।
‘২০২৫
পিএন৭’-এর কক্ষপথ স্থিতিশীল এবং এটি খুবই ছোট একটি গ্রহাণু। বরং এটি পৃথিবীর কক্ষপথ ও উপগ্রহ তত্ত্ব নিয়ে
নতুন
বৈজ্ঞানিক ধারণা
দিতে
পারে।
যদিও ‘২০২৫ পিএন৭’-কে অনেকেই দ্বিতীয় চাঁদ
বলছেন,
এটি
আমাদের প্রকৃত চাঁদের মতো সরাসরি পৃথিবীকে প্রদক্ষিণ করে না।এটি সূর্যকে প্রদক্ষিণ করে, তবে পৃথিবীর সঙ্গে এমনভাবে তাল মিলিয়ে চলে যে, দূর
থেকে
মনে
হয় যেন এটি পৃথিবীরই উপগ্রহ।
বিজ্ঞানীরা বলছেন, এটি কয়েক দশক পর নিজ
কক্ষপথ থেকে
সরে
যেতে
পারে।
তবে
তার
আগে
পর্যন্ত, পৃথিবীর আকাশে
থাকবে
এক বিরল দৃশ্য।