প্রধান উপদেষ্টার ভাষনে আকাঙক্ষা পূরণ হয়নি- মিয়া গোলাম পরওয়ার

Date: 2025-11-13
news-banner
অনলাইন ডেক্স: 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘প্রধান উপদেষ্টা তার ভাষণে গণভোটের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি।
গোলাম পরওয়ার আরও বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে সেদিন যদি কোনো গণ্ডগোলে ব্যালটের ভোট বন্ধ হয় তাহলে গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের কী হবে। গণভোট ও জাতীয় নির্বাচনের ব্যালট কী হবে? ভাষণে স্পষ্ট ব্যাখাও উঠে আসেনি।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন। 
অপরেদিকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, তার দল জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের সিদ্ধান্তে অনড় রয়েছে। জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হলে এর গুরুত্ব অনেকটা চাপা পড়ে যাবে। 
প্রধান উপদেষ্টার ভাষনের বিষয়ে তিনি আরও বলেন, ভাষণের কিছু কিছু বিষয়ে আরো ক্লারিফিকেশন দরকার। আমরা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।

Leave Your Comments