রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী ও গৃহশিক্ষককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন

Date: 2025-10-25
news-banner

রাজবাড়ী সংবাদদাতা:

রাজবাড়ীর কালুখালী উপজেলায় পরকীয়ার অভিযোগে এক প্রবাসীর স্ত্রী ও গৃহশিক্ষককে প্রকাশ্যে খুঁটির সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার হরিণবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র জানায়, হরিণবাড়িয়া গ্রামের গৃহশিক্ষক সমসের (২৫) একই এলাকার এক প্রবাসীর বাড়িতে প্রাইভেট পড়াতেন। এ সময় ওই গৃহবধূর সঙ্গে তার অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে।

শুক্রবার বিকেল চারটার দিকে সমসের ওই বাড়িতে গেলে স্থানীয় কয়েকজন যুবক ঘর ঘেরাও করেন। পরে তারা গৃহবধূ ও গৃহশিক্ষককে ধরে বাড়ির বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন চালান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক ঘরে প্রবেশের পর ওই নারী ও গৃহশিক্ষককে টেনে বের করে বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। এ সময় উপস্থিত প্রায় অর্ধশত লোকের মধ্যে অনেক কিশোর ও যুবক ছিল। কেউ কেউ নারীটির ওড়না টেনে ধরেন এবং গৃহশিক্ষককে মারধর করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে আহত সমসেরকে একটি ভ্যানে করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তবে পরে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রবাসীর স্ত্রীকে পাওয়া গেলেও তিনি কথা বলতে চাননি। গৃহশিক্ষককে হাসপাতালে পাঠানো হয়েছিল, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তিনি নিখোঁজ হন। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Leave Your Comments