ছাগলের সঙ্গে ধাক্কা লেগে যুবক নিহত

Date: 2025-10-26
news-banner

চুয়াডাঙ্গা সংবাদদাতা:

জেলা চুয়াডাঙ্গার দামুড়হুদায় ছাগলের সঙ্গে ধাক্কায় জীবন আহমেদ (১৮) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার ছয়ঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত জীবন আহমেদ উপজেলার পারকেষ্টপুর মদনা গ্রামের পশ্চিমপাড়া এলাকার আব্দুস সেলিমের ছেলে।

স্থানীয়রা জানান, রবিবার দুপুরে মদনা বাজারের হাজী স্টোরের মালামাল কিনতে মোটরসাইকেলযোগে দর্শনা যাচ্ছিলেন জীবন আহম্মেদ। ছয়ঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক দিয়ে একটি ছাগল রাস্তা পাড় হতে গেলে মোটরসাইকেলটি ছাগলের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন।  আহত অবস্থায় স্থানীয়রা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎস্যক ডা. আফরিনা ইয়াসমিন বলেন, ‘যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে দেখা যায় হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ আগেই তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘পরিবারের পক্ষ থেকে  অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের কাছে দেওয়া হয়েছে। 

advertisement image

Leave Your Comments