শালমানশাহর স্ত্রী সামীরা খোঁজ মিলছেনা

Date: 2025-10-26
news-banner

বিনোদন ডেক্স:

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে আদালত তার মৃত্যুকে কেন্দ্র করে হত্যা মামলার তদন্ত ও পরিচালনার নির্দেশ দিয়েছেন। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ নির্দেশ দেন। মামলাটি বর্তমানে রমনা থানায় তদন্তের জন্য পাঠানো হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর আকস্মিকভাবে মারা যান তৎকালীন ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহ। তার মৃত্যুকে কেন্দ্র করে শুরু থেকেই আত্মহত্যা না হত্যা—এই প্রশ্নে তীব্র বিতর্ক ও রহস্যের জন্ম হয়। সালমানের পরিবার বরাবরই দাবি করে আসছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

সালমানের মামা আলমগীর কুমকুম নতুন আদালতের নির্দেশ পাওয়ার পর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় সালমানের সাবেক স্ত্রী সামিরা হক, খল-অভিনেতা ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

সালমান শাহর মা নীলা চৌধুরী দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে, তার ছেলের মৃত্যু প্রথমে পুলিশ ‘অপমৃত্যু’ মামলা হিসেবে নথিভুক্ত করেছিল। তিনি বলেন, “আমরা শুরু থেকেই বলেছি সালমানকে হত্যা করা হয়েছে। এখন আদালত যে নতুন নির্দেশ দিয়েছেন, তাতে সত্য প্রকাশের আশায় বুক বাঁধছি।”

অন্যদিকে, সালমানের সাবেক স্ত্রী সামিরা হক সবসময় দাবি করেছেন এটি আত্মহত্যা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, সালমান ছিলেন “সুইসাইডাল বাই নেচার” এবং এর আগে তিনবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সামিরা উল্লেখ করেন, “এগুলোর মধ্যে দুটি ঘটনার মেডিকেল রেকর্ড আছে এবং একটি ঘটেছিল অন্য হাসপাতালে, যা আমাদের বিয়ের আগের ঘটনা।”

তবে নতুন মামলার নির্দেশের পর থেকেই সামিরা চার দিন ধরে নিখোঁজ, এবং তার ব্যবহৃত ফোন নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।

সালমান শাহ নব্বইয়ের দশকের শুরুতে ঢালিউডে অভিষেকের পর মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন এবং জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। আজও তাকে ঢালিউডের ‘স্বপ্নের নায়ক’ হিসেবে স্মরণ করা হয়।

আদালতের এই নতুন নির্দেশে ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আবারও আশা ও আলোচনার জোয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখছেন-“হয়তো এবার সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচিত হবে।”

advertisement image

Leave Your Comments