স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপানে আত্মহত্যা

Date: 2025-10-26
news-banner

বাগেরহাট সংবাদদাতা:

জেলা বাগেরহাটে স্বামীকে ভিডিও কলে রেখে আগাছা নাশক ওষুধ পান করে স্ত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত শুক্রবার স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার এক পর্যায়ে আগাছা নাশক ওষুধ পান করেন গৃহবধূরপিয়াসী (২০)। তিনি উপজেলার কামার গ্রামের সজীব শেখের স্ত্রী।

সূত্র জানায়, সজীব শেখ ঢাকায় একটি বেসরকারি কোম্পানির চাকুরী করেন। গত শুক্রবার পিয়াসী স্বামী সজীবকে ভিডিও কলে রেখে আগাছা নাশক ওষুধ পান করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত  উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখান থেকে দায়িত্বরত চিকিৎসক তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় রবিবারে তার মৃত্যু হয়। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন, ‘এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Leave Your Comments