স্বামীর কাছে মোবাইল না পেয়ে গৃহবধূর আত্মহত্যা

Date: 2025-10-09
news-banner

বগুড়া প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় স্বামীর কাছে মোবাইল ফোন কেনার বায়না ধরে না পেয়ে আইরিন জাহান (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত আইরিন ধুনট উপজেলার বথুয়াবাড়ি গ্রামের সাদিক হাসানের স্ত্রী।

বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে ধুনট থানা পুলিশ বথুয়াবাড়ি গ্রামে স্বামীর বাড়ি থেকে আইরিনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। উভয় পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই বিকেলে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।5BjhBek.jpeg

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আইরিন ও তার স্বামী সাদিক জীবিকার তাগিদে প্রায় ছয় মাস ধরে ঢাকার আশুলিয়া কাঠগাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সাদিক অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন, আর আইরিন ছিলেন গৃহিণী। কয়েক মাস ধরে তিনি স্বামীর কাছে একটি মোবাইল ফোন কেনার দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু আর্থিক সংকটের কারণে সাদিক তা পূরণ করতে পারেননি। এক মাস সময় চাওয়ার পরও এতে সন্তুষ্ট হতে পারেননি আইরিন।

মঙ্গলবার বিকেলে সাদিক অটোভ্যান চালাতে বাসার বাইরে গেলে আইরিন নিজ ঘরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে সাদিক বাসায় ফিরে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান এবং রাতেই মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে চলে আসেন।

ধুনট থানার এসআই অমিত হাসান মাহমুদ বলেন, “খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় আনে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”


advertisement image

Leave Your Comments