শ্বশুর আমাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় তাকে হত্যা করি

Date: 2025-11-03
news-banner

ঝিনাইদহ সংবাদদাতা:

ঝিনাইদহে পুত্রবধূর পরকীয়া দেখে ফেলায় ইসহাক আলী (৫৫) নামের এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের পুত্রবধূ ও তার পরকীয়া প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ইসহাক আলীর ছেলে মিলন হোসেনের স্ত্রী এবং হরিণাকুণ্ডু উপজেলার হিঙ্গারপাড়া গ্রামের রওশন আলী। রবিবার (২ নভেম্বর) জিজ্ঞাসাবাদ শেষে দুজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান, আটক পুত্রবধূ জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন। তিনি বলেন, “রওশনের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সেদিন সন্ধ্যায় শ্বশুর আমাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। পরে রওশন ও আমি মিলে তাকে হত্যার পরিকল্পনা করি।”

পুলিশ জানায়, পরিকল্পনা অনুযায়ী গত ৩০ অক্টোবর সন্ধ্যায় ইসহাক আলীকে বাড়ি ফেরার পথে শ্বাসরোধে হত্যা করে ধানক্ষেতে ফেলে রাখা হয়। পরদিন ২৮ অক্টোবর (ভুলক্রমে পূর্বে প্রকাশিত তারিখ সংশোধিত) রাঙ্গিয়ারপোতা গ্রামের একটি ধানক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনায় নিহতের ভাই মিক্কাস আলী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশের মতে, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি শেষে রওশন আলী পুত্রবধূকে কারাগারে পাঠানো হয়েছে।
advertisement image

Leave Your Comments