ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে বাউফল ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Date: 2025-10-20
news-banner

বাউফল পটুয়াখালী সংবাদদাতা :

ঢাকাজগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য মো. জুবায়েদ হোসেন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদল।

রোববার (২০ অক্টোবর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ গেটে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবু জাফর সিকদার ও সাধারণ সম্পাদক ইসতিয়াক রসুল সোয়েব।

এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক লাদেন আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত জিসান, সহ-সভাপতি আবদুল্লাহ, রিয়াজ হোসেন, সাইমুন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান সরদার, জাহিদুল ইসলাম বাপ্পি, ইমরান ও দপ্তর সম্পাদক মাহিন হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন বাউফল পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল ফাহাদ, সাবেক যুগ্ম আহ্বায়ক মিজান, সাবেক সদস্য মাসুম বিল্লাহ, জাহিদুল ইসলাম এবং পৌর ছাত্রনেতা রেদোয়ান উল মজিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন-

“জুবায়েদ হোসেন হত্যাকাণ্ড একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

বক্তারা আরও জানান-

“ছাত্রদলের একজন কর্মীও নিরাপদ নয়—এমন পরিস্থিতি তৈরি করেছে সরকার। আমরা এ হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”

Leave Your Comments