সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাসের হার ৯৮.০৫%

Date: 2025-10-16
news-banner

অনলাইন ডেক্স:

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসৃপিআর) জানায়, এসব প্রতিষ্ঠানে গড় পাসের হার ৯৮ দশমিক ০৫ শতাংশ, যা জাতীয় পর্যায়ে একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

আইএসপিআরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের পরীক্ষায় সেনাবাহিনী পরিচালিত ৩৭টি বাংলা মাধ্যম স্কুল ও কলেজ থেকে ১৭ হাজার ১৫৬ জন, ১২টি ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান থেকে ৯৭১ জন এবং ১২টি ক্যাডেট কলেজ থেকে ৫৮৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। মোট ১৮ হাজার ৭১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৮২৬ জন জিপিএ-৫ অর্জন করে, যা মোট শিক্ষার্থীর ৩৬ দশমিক ৪৭ শতাংশ।

এই ধারাবাহিক কৃতিত্বের পেছনে রয়েছে সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শৃঙ্খলাবদ্ধ ও শিক্ষাবান্ধব পরিবেশ, অভিজ্ঞ শিক্ষকদের নিবিড় পরিচর্যা, ছাত্রছাত্রীদের নিয়মিত অধ্যয়ন ও কঠোর পরিশ্রম। পাশাপাশি সেনাসদরের দিকনির্দেশনা, পরিচালনা পর্ষদের সজাগ তদারকি, দক্ষ অধ্যক্ষদের নেতৃত্ব এবং অভিভাবকদের সক্রিয় সহযোগিতাও এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

 

advertisement image

Leave Your Comments