সব জেলায় বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত গঠনের নির্দেশ

Date: 2025-10-14
news-banner

অনলাইন ডেস্ক:

দেশের সব জেলায় বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত গঠন করা ‘আবশ্যক’ উল্লেখ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সোমবার (১৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা দেওয়ার পর মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত ম্যাজিস্ট্রেটরা নির্দিষ্ট আমলি এলাকার অপরাধগুলো আমলে গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট আদালতের পাঠানো মামলাগুলোর বিচার পরিচালনা করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমলে গ্রহণের পাশাপাশি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পুলিশের তদন্ত তদারকি, তদন্তে সহায়তা, জামিন শুনানি, রিমান্ড শুনানি, বিশেষ আইনের অধীনে সামারি কোর্ট পরিচালনা ও অ্যাফিডেভিট সম্পাদনাসহ নানাবিধ প্রশাসনিক ও বিচারিক দায়িত্ব পালন করে থাকেন।

তবে, আমলি আদালতের এসব কর্মব্যস্ততার কারণে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটরা দৈনিক কর্মঘণ্টার মধ্যে তাদের বিচারিক কাজে পর্যাপ্ত সময় দিতে পারছেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ অবস্থায়, বিচারিক মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিদ্যমান ম্যাজিস্ট্রেট আদালতের মধ্যে কিছু আদালতকে কেবল বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত এবং কিছু আদালতকে আমলি আদালত হিসেবে নির্ধারণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

 


advertisement image

Leave Your Comments