সিঙ্গাপুরে পুরুষকে যৌন নিপীড়ন, ভারতীয় নার্সের কারাদণ্ড

Date: 2025-10-25
news-banner

অনলাইন ডেস্ক :

সিঙ্গাপুরের বিখ্যাত র্যাফেলস হাসপাতালে এক পুরুষ দর্শনার্থীর শ্লীলতাহানির দায়ে ভারতীয় এক নার্সকে এক বছর দুই মাসের কারাদণ্ড এবং দুই বেত্রাঘাতের শাস্তি দিয়েছেন আদালত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দোষী নার্সের নাম এলিপে শিবা নাগু (৩৪)। তিনি আদালতে অভিযোগ স্বীকার করার পর শুক্রবার এই রায় ঘোষণা করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৮ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র্যাফেলস হাসপাতালে এ ঘটনা ঘটে। ওই সময় এক পুরুষ দর্শনার্থী তার দাদাকে দেখতে হাসপাতালে যান, যিনি তখন ভর্তি ছিলেন।

অভিযোগে জানা যায়, রোগীদের জন্য নির্ধারিত একটি টয়লেটে প্রবেশ করলে এলিপে সেখানে গিয়ে ভেতরে উঁকি দেন এবং ‘জীবাণুমুক্ত করার’ অজুহাতে ওই পুরুষ দর্শনার্থীর হাত সাবান দিয়ে স্পর্শ করেন।

ডেপুটি পাবলিক প্রসিকিউটর ইউজিন ফুয়া আদালতকে জানান, আকস্মিক ঘটনার ধাক্কায় ভুক্তভোগী তখন কোনো প্রতিক্রিয়া দেখাতে পারেননি। পরে তিনি টয়লেট থেকে বেরিয়ে দাদার কক্ষের দিকে চলে যান। তবে তিন দিন পর, ২১ জুন, তিনি ঘটনাটি পুলিশে রিপোর্ট করেন।

ঘটনার পরপরই এলিপেকে হাসপাতালের দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, অভিযুক্তের আচরণ ছিল পেশাগত নীতিবিরুদ্ধ ও জঘন্য, যা ভুক্তভোগীর মনে দীর্ঘস্থায়ী মানসিক আঘাত সৃষ্টি করেছে।

আদালতের নথিতে ভুক্তভোগীর নাম ও বয়স প্রকাশ করা হয়নি। তবে প্রতিবেদনে বলা হয়েছে, তিনি এখনো সেই ঘটনার মানসিক আঘাত কাটিয়ে উঠতে পারেননি।

Leave Your Comments