সুপ্ত আকাঙ্খায় ওৎ পেতে গুপ্ত সৈরাচার- তারেক রহমান

Date: 2025-11-03
news-banner

অনলাইন ডেক্স :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে একক প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার। তিনি সতর্ক করে বলেন, “আপনাদের চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষায় গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, তাই পারস্পরিক বিরোধে প্রতিপক্ষ যেন সুযোগ নিতে না পারে।”

গতকাল রাতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে বিএনপির ওয়েবসাইটে অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

তারেক রহমান জানান, শিগগিরই দলীয় একক প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “ধানের শীষ জিতলে জিতবে দেশ ও গণতন্ত্র।”

নারী নিরাপত্তা প্রসঙ্গে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “আগস্ট মাসে দেশে ৯৩ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন, ১৪টি হত্যাকাণ্ড ঘটেছে, যার মধ্যে সাতজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।” তিনি রাষ্ট্র, সমাজ ও রাজনৈতিক দলগুলোকে নারীর নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

শেষে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সূত্র: কালের কণ্ঠ।

advertisement image

Leave Your Comments