ট্রাফিক পুলিশের মাথা ফাটিয়ে দিয়েছে অটোরিকশা চালক

Date: 2025-10-09
news-banner

গাজীপুর সংবাদদাতা: 

গাজীপুরের টঙ্গীতে টেস্টার দিয়ে মো. সাঈদ (৫০) নামে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশের মাথা ফাটিয়ে দিয়েছে এক অটোরিকশা চালক। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আটক অটোরিকশা চালকের নাম মুস্তাকিন (৩৫)। তিনি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার শিবপাশা গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। বর্তমানে তিনি টঙ্গীর দত্তপাড়া কসাইবাড়ী এলাকায় ভাড়া থাকেন।

ভুক্তভোগী পুলিশ সদস্য মো. সাঈদ নড়াইল জেলার বাসিন্দা এবং গাজীপুর মহানগর ট্রাফিক দক্ষিণ বিভাগের কনস্টেবল হিসেবে কর্মরত।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর এলাকার স্টেশন রোডে ডিউটিতে ছিলেন কনস্টেবল সাঈদ। এ সময় তিনি অটোরিকশা চালকদের মেইন রোডে প্রবেশে নিষেধ করেন। কিন্তু এক চালক নির্দেশ অমান্য করে রাস্তায় উঠতে চাইলে সাঈদ তার হাতে থাকা ধারালো টেস্টার দিয়ে রিকশার চাকা ফুটো করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে অটোচালক মুস্তাকিন পুলিশের হাত থেকে টেস্টার কেড়ে নিয়ে তার মাথায় আঘাত করেন।

পরে স্থানীয় লোকজন আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। এদিকে হামলাকারী অটোরিকশাচালককে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে তিনি টঙ্গী পূর্ব থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর মাসুম বলেন, “অটোচালক আমার এক পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, “ট্রাফিক পুলিশকে আহত করার ঘটনায় অটোরিকশা চালক আটক রয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।”


advertisement image

Leave Your Comments