ভারতীয় শিক্ষার্থীকে জেলে নয়, পাঠানো হলো ইউক্রেন যুদ্ধে

Date: 2025-10-09
news-banner
  1. অনলাইন ডেক্স: 
  2. রাশিয়ায় মাদক মামলায় দোষী সাব্যস্ত এক ভারতীয় শিক্ষার্থীকে কারাগারে না পাঠিয়ে সরাসরি ইউক্রেন যুদ্ধে পাঠিয়েছে রুশ কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-এর প্রতিবেদনে জানা গেছে, গুজরাট রাজ্যের মোরবি জেলার বাসিন্দা ২২ বছর বয়সী মজোতি সাহিল মোহাম্মদ হুসেইন নামের ওই তরুণ বর্তমানে ইউক্রেনীয় বাহিনীর হাতে বন্দী।
  3. ইউক্রেনীয় সেনাবাহিনীর দাবি, রাশিয়ার পক্ষে লড়তে গিয়ে হুসেইন তাদের কাছে আত্মসমর্পণ করেছেন। ইউক্রেনের দ্য কিয়েভ ইন্ডিপেনডেন্ট জানায়, ইউক্রেনের ৬৩তম মেকানাইজড ব্রিগেড মঙ্গলবার তাদের টেলিগ্রাম চ্যানেলে এক ভিডিও প্রকাশ করে, যেখানে রুশ সামরিক পোশাকে থাকা এক তরুণকে আত্মসমর্পণ করতে দেখা যায়।
  4. ভিডিওতে লাল টি-শার্ট পরিহিত হুসেইন রুশ ভাষায় বলেন, রাশিয়ায় মাদক মামলায় অভিযুক্ত হওয়ার পর আদালত তাকে সাত বছরের কারাদণ্ড দেয়। তবে কারাগারে থাকাকালীন শাস্তি কমানোর শর্তে রাশিয়ার হয়ে যুদ্ধক্ষেত্রে যোগ দিতে সম্মত হন তিনি।
  5. হুসেইন আরও জানান, মাত্র ১৬ দিনের সামরিক প্রশিক্ষণ শেষে ১ অক্টোবর তাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। তিন দিন পর কমান্ডারের সঙ্গে মতবিরোধের জেরে তিনি ইউক্রেনীয় সেনাদের কাছে আত্মসমর্পণ করেন।
  6. ইউক্রেনীয় সেনাদের তথ্য অনুযায়ী, হুসেইন রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়েছিলেন। গ্রেপ্তারের পর আদালত তাকে কারাভোগের বিকল্প হিসেবে রুশ সেনাবাহিনীতে যোগদানের প্রস্তাব দেয়, যা তিনি মেনে নেন।
  7. ইউক্রেনের দাবি, রাশিয়া এখন সক্রিয়ভাবে বিদেশি নাগরিকদের সেনাবাহিনীতে যুক্ত করছে এবং যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছে।
  8. ব্রিটিশ দৈনিক দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, এই ঘটনায় ভারতের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এনডিটিভি-কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা ভিডিওটির সত্যতা যাচাই করছে। ইউক্রেনের পক্ষ থেকেও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
advertisement image

Leave Your Comments