ভেনেজেুয়েলার প্রেসিডেন্টের ঘনিষ্ঠ ছিলেন একজন বিশ্বাসঘাতক

Date: 2026-01-04
news-banner

অনলাইন ডেক্স:

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া অ্যাডেলা ফ্লোরেসকে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী। অভিযানে দুর্গের মতো সুরক্ষিত বাসভবন থেকে তাকে যেভাবে বন্দি করা হয়, তাতে অবাক হয়েছে বিশ্ব।

রয়টার্স জানিয়েছে, মার্কিন সেনাবাহিনীর এই অভিযান এতটা সফল হয় মূলত একজন বিশ্বাসঘাতকের কারণে। ওই ব্যক্তি মাদুরোর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তিনিই মূলত প্রতিনিয়ত ভেনেজুয়েলান প্রেসিডেন্টের তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র কাছে পাঠাচ্ছিলেন।

অপারেশন অ্যাবসোলিউট রিজলভ নামের এই অভিযানে অংশ নেয় মার্কিন স্পেশাল ফোর্স, সিআইএ ও এফবিআই। সিআইএ’র একটি  দল গত আগস্ট থেকেই ভেনেজুয়েলায় অবস্থান নেয়। মাদুরোর দৈনন্দিন চলাফেরা, সময়সূচি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তথ্য সরবরাহ করে।

শুক্রবার গভীর রাতে মার্কিন যুদ্ধবিমানগুলো ভেনেজুয়েলার রাজধানী কারাকাস ও আশপাশের এলাকায় সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। অভিযানে আমেরিকার ২০টি ঘাঁটি থেকে ১৫০টির বেশি আকাশযান অংশ নেয়। মার্কিন সেনারা ভবনের ভেতরে ঢোকার পর মাদুরো ও তার স্ত্রী আত্মসমর্পণ করেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, অভিযানে কয়েকজন মার্কিন সেনা আহত হলেও কেউ নিহত হননি।

সূত্র-রয়টার্স/বিডিপ্রতিদিন

Leave Your Comments