হোয়াইট হাউসে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে লুৎফে সিদ্দিকীর সাক্ষাৎ

Date: 2025-10-16
news-banner

অনলাইন ডেক্স: 

ভারতে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) হোয়াইট হাউসে রাষ্ট্রদূতের অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লুৎফে সিদ্দিকী জানান, রাষ্ট্রদূত গোর তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন এবং বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তিনি লেখেন, "আজ হোয়াইট হাউসে সার্জিও গোর তার অফিসে আমাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। আমি তার প্রতি কৃতজ্ঞ। গোর শুধু মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক দূত নন, সম্প্রতি তিনি ভারতে রাষ্ট্রদূত হিসেবেও নিযুক্ত হয়েছেন।"

বৈঠকে দুই পক্ষের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কার, শ্রম, আন্তর্জাতিক সম্পর্ক এবং নির্বাচনসহ নানাবিধ ইস্যুতে বিস্তৃত আলোচনা হয়।

লুৎফে সিদ্দিকী আরও জানান, “আমরা বিভ্রান্তিকর তথ্যের ঝুঁকি এবং যোগাযোগের সরাসরি চ্যানেল বজায় রাখার গুরুত্ব নিয়েও আলোচনা করেছি। আমাদের প্রধান উপদেষ্টা সম্পর্কে রাষ্ট্রদূত গোরের দৃষ্টিভঙ্গির জন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং যথাসময়ে তাকে ঢাকায় স্বাগত জানানোর অপেক্ষায় আছি।”


Leave Your Comments