জামালপুরে নিখোঁজের ১৬ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

Date: 2025-10-20
news-banner

জামালপুর সংবাদদাতা:

জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজের ১৬ ঘণ্টা পর ইয়ার আলী (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে পৌরসভার মালিরচর মৌলভিপাড়া গ্রামে একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার রাত ৮টার দিকে বাড়ির পাশে একটি মুদি দোকানে টেলিভিশন দেখার কথা বলে বের হয় ইয়ার আলী। এরপর সে আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

আজ দুপুরে স্থানীয় কৃষকরা ধানক্ষেতে কাজ করার সময় শিশুটির মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দিলে, বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মেদ বলেন, ‘প্রাথমিকভাবে এটি একটি নৃশংস হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।

 

Leave Your Comments