বিডিফেস
ডেক্স:
আজ
শুক্রবার (১৬ জানুয়ারি) পবিত্র লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ। মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত
ফজিলতপূর্ণ এ রাতটি যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করবেন দেশ-বিদেশের
ধর্মপ্রাণ মুসলমানরা।
শবে
মেরাজ ইসলামের ইতিহাসে এক ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ ঘটনা। এই রাতেই মহান আল্লাহ মুসলমানদের
জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেন। আল্লাহর পক্ষ থেকে এ গুরুত্বপূর্ণ বিধান নিয়ে মহানবী
হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির কাছে পৌঁছে দেন।
ইসলামি
ইতিহাস অনুযায়ী, নবুওয়াতের দশম বছরে (৬২১ খ্রিষ্টাব্দে) এক রাতে মহানবী (সা.) পবিত্র
কাবা শরিফ থেকে জেরুজালেমের বায়তুল মুকাদ্দাস বা মসজিদুল আকসায় গমন করেন। সেখানে তিনি
সব নবীর ইমাম হিসেবে নামাজ আদায় করেন। কুরআনে বর্ণিত এ ঘটনাকে ‘ইসরা’ বলা হয়।
এরপর
‘বুরাক’ নামক বিশেষ বাহনে তিনি ঊর্ধ্বাকাশে গমন করেন, যা ‘মেরাজ’ নামে পরিচিত। এ সফরে
তাঁর সঙ্গী ছিলেন ফেরেশতা হযরত জিবরাইল (আ.)। মেরাজের সময় তিনি সিদরাতুল মুনতাহা, বায়তুল
মা’মুর, জান্নাতের নদীসমূহসহ আল্লাহ তায়ালার অসংখ্য নিদর্শন প্রত্যক্ষ করেন এবং মহান
আল্লাহর সান্নিধ্য লাভ করেন।
এই
পবিত্র রাত উপলক্ষে মুসলমানরা মসজিদ, বাসা-বাড়ি ও ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন তিলাওয়াত,
জিকির-আযগার, নফল নামাজ এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে আল্লাহর রহমত ও মাগফিরাত কামনা
করবেন।