ঢাকার উত্তরায় ফ্লাটে আগুন-নিহত ৩

Date: 2026-01-16
news-banner

অনলাইন ডেস্ক:

ঢাকার উত্তরায় একটি ৭তলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার চার মিনিটের মধ্যেই উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।

ফায়ার সার্ভিসের দল সকাল ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং পরবর্তীতে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডে ফ্ল্যাটটির ভেতরে থাকা তিনজনের মৃত্যু হয়েছে বলে জানানো হলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ছাড়া ঘটনাস্থল থেকে ১৩ জনকে জীবিত উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে।


সূত্র: জাগোবিডি/এম ডিউক

Leave Your Comments