বাবা-মাকে কুপিয়ে হত্যা করে পুঁতে রেখেছে ছেলে

Date: 2025-10-09
news-banner

অনলাইন ডেক্স:

জেলা ময়মনসিংহের ত্রিশালে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড ঘটেছে। নিজের মাকে গলা টিপে বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে তাদেরই একমাত্র ছেলে রাজু। বৃহস্পতিবার ( অক্টোবর) বিকালে ঘটনায় অভিযুক্ত রাজুকে আটক করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যে ঘরের ভেতরে পুঁতে রাখা বাবা-মায়ের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ত্রিশাল উপজেলার বাসকুরি গ্রামে রাজু প্রথমে তার মা বানুয়ারা বেগমকে গলা টিপে হত্যা করে। রাতে বাবা মোহাম্মদ আলীকেও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর রাতেই নিজ শোবার ঘরের বিছানার পাশে মাটি খুঁড়ে তাদের মরদেহ পুঁতে রাখে রাজু।

আজ বৃহস্পতিবার সকালে রাজু নিজেই বোনদের জানায় যে বাবা-মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে বোনেরা এসে ঘরে খোঁজাখুঁজি করলে মাটিতে তাজা খোঁড়া গর্ত দেখতে পান। এতে সন্দেহ হলে রাজুকে আটক করে স্থানীয়রা পুলিশে খবর দেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ জানান, রাজুকে জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে এবং নিজেই মরদেহ পুঁতে রাখার জায়গা দেখিয়ে দেয়। পরে পুলিশ ওই স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, নিহত মোহাম্মদ আলী কৃষিকাজ মাছ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তিন মেয়ে এক ছেলের জনক তিনি। ছেলে রাজু দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিল এবং টাকা-পয়সার জন্য বাবা-মায়ের ওপর প্রায়ই নির্যাতন করত। মাসখানেক আগে তার স্ত্রী এক মাস বয়সী সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান।

ওসি আরও জানান, অভিযুক্ত রাজুকে আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

 


advertisement image

Leave Your Comments