বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সাথে সৌদি সাংবাদিকদের মতবিনিময় সভা

Date: 2025-09-17
news-banner
জেদ্দা সংবাদাতা:
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন এর সাথে বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশন সৌদিআরব পশ্চিমাঞ্চলের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
IX7z7Ii.jpeg
মতবিনিময় সভায় নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, আমার প্রধান লক্ষ্য প্রবাসীদের সেবা করা, তাদের সমস্যা সমাধান করা, যে কোন সময় যে কোন প্রয়োজনে প্রবাসীরা আমার কাছে আসতে পারবেন,  আমি তাদের সেবা দিতে প্রস্তুত। 
এছাড়াও  প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে মাধ্যমেই টাকা পাঠানো অনুরোধ জানান তিনি। বাংলাদেশের উন্নয়ন ও পর্যটন শিল্পের সম্পর্কে সৌদি নাগরিকদের কাছে বেশি বেশি প্রচার করতে হবে, বাংলাদেশ গার্মেন্টস, ফুট, বেভারেজ, পাট জাত পণ্য, লেদার সামগ্রী ও ঔষধ শিল্পের সম্পর্কে প্রচারের মাধ্যমেই রপ্তানিযোগ্য পণ্যের বিপুল উৎসাহ যোগাতে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন। XN47v9t.jpeg
‎সৌদি আরবে প্রাবাসীদের নানান সমাস্যা বিশেষ করে সৌদি আরবের জেলে থাকা বাংলাদেশি প্রবাসীদের আইনি সহায়তা দেওয়া, ওয়েজ অনার্য কল্যাণ বোর্ডের মাধ্যমেই  প্রবাসীদের মরদেহ দেশে প্রেরণ ও কনসুলেট সেবা নিতে আসা প্রবাসীদের দ্রত সেবা নিশ্চিত করার আহবান জানান সাংবাদিক নেতৃবৃন্দরা। কনসাল জেনারেল বাস্তবায়নের আশ্বাস দেন ও বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি তুলে ধরার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন কনস্যুলার উইং এ, এস, এম, সায়েম, বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশন সৌদিআরব পশ্চিমাঞ্চলের প্রধান উপদেষ্টা এম ওয়াই আলাউদ্দিন, সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক হানিফ সরকার উজ্জল, সিনিয়র যূুগ্ন সম্পাদক মোহাম্মদ ফিরোজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিক চৌধুরী প্রমুখ। ‎HQqyQ52.jpeg
পরিশেষে সৌদি আরব বাংলাদেশ রিপোর্টাস এসোসিয়েশন এর সাংবাদিকদের পক্ষ থেকে নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Leave Your Comments