বাউফলে ঘাস কাটতে গিয়ে কৃষক নিখোঁজ

Date: 2025-11-08
news-banner

মোঃ ইয়াকুব আলী রুবেল, বাউফল (পটুয়াখালী) থেকে,

পটুয়াখালী বাউফল কারখানা নদীর পাড়ে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে  মো. জয়নাল সন্নামত (৭০) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন। সে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের গোপালিয়া গ্রামের  মৃত আজমের আলী সন্নামতের বড় ছেলে।

শনিবার (৮ নভেম্বর) দুপুর ১১ টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারখানা নদীর গোপালিয়া লঞ্চঘাটের পূর্ব পাশ থেকে তিনি নিখোঁজ হন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জয়নাল সন্নামত তার ছোট ভাই আয়নাল সন্নামতকে সঙ্গে নিয়ে নদীর পাড়ে ঘাস কাটতে যান। ঘাস কাটা শেষে আয়নাল গোপালিয়া বাজারের দিকে গেলে জয়নাল ঘাস নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন। পরে আয়নাল বাড়ি ফিরে বড় ভাইকে না পেয়ে খোঁজ শুরু করেন। একপর্যায়ে নদীর পারে গিয়ে ঘাসের আটা ভাসমান অবস্থায় দেখতে পান। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেও কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজের ছোট ভাই আয়নাল সন্নামত বলেন, “আজ দুপুর ১১টার দিকে আমরা একসঙ্গে গোপালিয়া নদীর পাড়ে ঘাস কাটতে গিয়েছিলাম। আমি গোপালিয়া বাজার হয়ে বাড়ি আসি, কিন্তু ভাই ফেরেনি। পরে নদীর পাড়ে গিয়ে দেখি জমি দেবে গেছে, ঘাসের আটা নদীতে ভাসছে। মনে হচ্ছে নদীভাঙনে ভাই পড়ে গেছেন।”

স্থানীয়রা জানান, এলাকাটিতে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। প্রায়ই জমি দেবে যাওয়ার ঘটনা ঘটছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ জয়নাল সন্নামতের কোনো খোঁজ মেলেনি।

Leave Your Comments