কুড়িগ্রামের দুধকুমার নদে মরা গণ্ডার

Date: 2025-10-08
news-banner

অনলাইন ডেক্স: 

জেলা কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানিতে ভেসে এসেছে একটি মরা গণ্ডার ঘটনাটি ঘটেছে উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণছাট গোপালপুর গ্রামে

বুধবার দুপুরে নদীর চরে গণ্ডারটিকে আটকা অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী ভিড় জমায়। স্থানীয়রা জানান, গত কয়েক দিনের ভারি বর্ষণে ভারতের উত্তরাঞ্চলে প্রবল বন্যা দেখা দেয়। পাহাড় ধস বনাঞ্চল তলিয়ে যাওয়ার কারণে দুধকুমার নদ দিয়ে কাঠের গুঁড়ি, মরা গরু, মাছ সাপ ভেসে আসছিল। ধারণা করা হচ্ছে, ওই বন্যার পানিতে ভেসে আসা গণ্ডারটি ডুবে মারা গেছে

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বলেন, “বুধবার দুপুরের দিকে মরা গণ্ডারের বিষয়টি জানতে পারি। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে গণ্ডারটিকে মৃত অবস্থায় দেখতে পান। কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা (সামাজিক বনায়ন) সাদিকুর রহমান, যমুনা সেতু জাদুঘরের কিউরেটর জুয়েল রানা এবং উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা সাদিকুল ইসলাম বলেন, “গণ্ডারটি আকারে বড় ভারী হওয়ায় অন্যত্র সরানো সম্ভব নয়। তাই সেটিকে ঘটনাস্থলেই গর্ত করে পুঁতে রাখতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বলা হয়েছে।

যমুনা সেতু জাদুঘরের কিউরেটর জুয়েল রানা জানান, “গণ্ডারটির দেহাবশেষ সংরক্ষণ করা হবে। পরবর্তীতে এটি শিক্ষা গবেষণাকাজে ব্যবহার করা হবে। স্থানীয়দের ধারণা, গণ্ডারটি ভারতের সীমান্তবর্তী বনাঞ্চল থেকে ভেসে এসেছে। তবে প্রাণীটির মৃত্যু উৎস সম্পর্কে নিশ্চিত হতে বন বিভাগ তদন্ত করছে।


Leave Your Comments