ময়মনসিংহ সংবাদদাতা: 
ময়মনসিংহে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সংস্কৃতিকর্মী ও গ্রাফিক্স ডিজাইনার শামীম আশরাফকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর গুলকিবাড়ী এলাকা থেকে ডিবি ময়মনসিংহের একটি টিম তাকে গ্রেফতার করেন।
গ্রেফতার শামীম আশরাফ নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের হাড়গুজির পাড় এলাকার মো. আলীম উদ্দিনের ছেলে। তিনি নগরীর আমপট্টি মোড় এলাকার গ্রাফিটির মালিক। শামীম আশরাফকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহিদুল ইসলাম। 
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আবদুল্লাহ আল মামুন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) বেহেশত নিয়ে কটূক্তি করেছিল শামীম আশরাফ। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় এটি নিয়ে উত্তেজনা তৈরি হয় । তারই পরিপ্রেক্ষিতে ধর্মীয় উত্তেজনা প্রশমিত করার জন্য রাতেই তাকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে গ্রেফতার করে আনা হয়েছে । জিগ্যাসাবাদ শেষে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করে তার বিরুদ্ধেঐ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগেরদিন সকাল ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে শামীম আশরাফ লেখেন- ‘আমার স্ট্যাটাসের ভাষাগত বৈচিত্র্য ইচ্ছে করেই আনছি। আর দুয়েকদিন গালিময় স্ট্যাটাস দেখা যাবে। মাত্র দুয়েকদিন ধৈর্য ধরুন, প্লিজ। এরপর ভালো হয়ে যামু।’
এর দুই ঘণ্টা পরই আরেকটি পোস্ট দিয়ে এক মন্তব্যকারীকে রিপ্লাইয়ে লিখেন- ‘আপনি ভায়া বেহেশতের সর্বোচ্চ মাকামে গিয়ে সানিলিওনকে চু...ন।’ এই বক্তব্য ইসলাম ধর্ম ও মুসলমানদের পবিত্র বিশ্বাসের প্রতি চরম অবমাননা হিসেবে দেখা দেয়। পোস্টটি ছড়িয়ে পড়ার পর শহরজুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে এমনকি বিক্ষোভ কর্মসূচি পালন করেন ময়মনসিংহবাসী ।
গ্রেফতারের পর রাত সারে এগারোটায় ডিবি কার্যালয় থেকে তাকে কোতোয়ালি থানা হেফাজতে পাঠানো হয়।