দিনাজপুর সংবাদদাতা:
দিনাজপুরের হাকিমপুর থানার পুলিশ একটি গুরুত্বপূর্ণ অভিযান চালিয়ে আটটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী ছালিমা ওরফে ছালমা ওরফে নাজমা ওরফে সেলিনাকে (৪৫) গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে
জয়পুরহাট সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ছদ্মবেশ ধারণ করে থাকা এই নারীকে আটক
করা হয়।
এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক গণমাধ্যমকে নিশ্চিত
করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত ছালিমা দিনাজপুরের হাকিমপুর উপজেলার নন্দিপুর গ্রামের মৃত আছের আলীর মেয়ে এবং শাহিন নামক এক ব্যক্তির স্ত্রী।
পুলিশ জানায়, ছালিমা দীর্ঘদিন ধরে বিভিন্ন নামে পরিচিত ছিলেন— ছালিমা, ছালমা, নাজমা ও সেলিনা। জয়পুরহাট
সদর থানা এলাকায় তিনি পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট আটটি মামলা ছিল। এর মধ্যে একটি
মামলায় আদালত থেকে ১ বছরের সাজা-পরোয়ানাও জারি হয়েছিল।
ছালিমা, যাকে স্থানীয়ভাবে 'মাদক সম্রাজ্ঞী' হিসেবে পরিচিত, মাদক ব্যবসার মাধ্যমে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছিল। এই নেটওয়ার্কের মাধ্যমে
তিনি দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ এবং বাণিজ্য করে আসছিলেন।
পুলিশ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়পুরহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) তাকে
আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে এবং পুলিশি অভিযান আরও জোরালো করার জন্য প্রস্তুতি নিচ্ছে।