ফেব্রুয়ারীতে ত্রয়োদশ নির্বাচন আয়োজনের দাবি জামায়াত নেতার

Date: 2025-10-08
news-banner

অনলাইন ডেক্স:

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ফেব্রুয়ারী ত্রয়োদশ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে। দলটির নির্বাহী সদস্য প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ বলেছেন, “আগামী নির্বাচন অবশ্যই পিআর (Proportional Representation) পদ্ধতিতে হতে হবে, কারণ ৩১ দলের মধ্যে ২৬টি রাজনৈতিক দলই পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে।

বুধবার ( অক্টোবর) বিকেলে রাজশাহীতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতিউর রহমান বলেন, “কনভেনশনাল পদ্ধতি বহাল থাকলে জামায়াত সবচেয়ে বেশি ভোট পেয়ে সংসদে আসবে। দেশে এখন পর্যন্ত ১২ ধরনের ১২টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু নির্বাচনব্যবস্থা সংস্কার না হলে মানবাধিকার, ন্যায়বিচার দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব নয়।

তিনি আরও বলেন, “শেখ হাসিনার বিদায়ের সঙ্গে সঙ্গেই সংবিধান অকার্যকর হয়ে গেছে। বর্তমান সরকার কোনো সংবিধানের ভিত্তিতে নয়, বরং জনগণের অভিপ্রায় অনুযায়ী গঠিত।

গণভোট প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, “জুলাই সনদের গণভোট নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করতে হবে। আমাদের পাঁচ দফা আন্দোলনের অন্যতম দাবি হলো পিআর ব্যবস্থা। একসময় যারা পিআরের বিরোধিতা করেছে, তারাই এর পক্ষে আন্দোলন করবেযেভাবে কেয়ারটেকার সরকারের জন্য আন্দোলন করেছিল। চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং কোনো সন্ত্রাসী বা গণহত্যাকারীদের নির্বাচনে অংশ নিতে দেওয়া যাবে না।


Leave Your Comments