হবিগঞ্জ সংবাদদাতা: 
জেলা
হবিগঞ্জের মাধবপুরে
আব্দুল করিম (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত
মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টম্বের) সকালে
চৌমুহনী ইউনিয়নের আলাবক্সপুর গ্রামে নিজ ঘর থেকে মরদেহটি
উদ্ধার করা হয়। করিম
ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে। তিনি পেশায় একজন সিএনজিচালক, পাশাপাশি স্থানীয় বাজারে একটি হোটেলের ব্যবসা করেন।
পরিবারের
সূত্র জানায়, নিজ বাড়ির ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন করিম। পরিবারের সদস্যরা ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মাধবপুর
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্ল্যা বলেন, প্রাথমিকভাবে  আত্মহত্যা
বলেই ধারণা করা হচ্ছে।