শেষ দুই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা না করেই ফাইনালে উঠেছিল শক্তিশালী পাকিস্তান। যদিও শিরোপা নির্ধারণী ম্যাচে চিরচেনা ফলই অপেক্ষা করছিল— ভারতের কাছে ৫ উইকেটের হার। শেষ পর্যন্ত ২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ভারত, ধরে রাখে এশিয়া কাপের শিরোপা।
এই জয়ের মধ্য দিয়ে ভারত মোট ৯বার এশিয়া কাপ জিতল। টি-টোয়েন্টি সংস্করণে এটি তাদের দ্বিতীয় শিরোপা। এর আগে ২০১৬ সালে প্রথমবার সংক্ষিপ্ত সংস্করণে শিরোপা জিতেছিল দলটি।