ময়মনসিংহ সংবাদদাতা:
মহানগরীর ময়মনসিংহের
ঈশ্বরগঞ্জে সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মনতাজ আলী ওরফে মনতাজ
মেম্বার (৬৫)সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার অপর দুজন হলেন
আঠারোবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. তোতা মিয়া (৫০) এবং মগটুলা ইউনিয়ন
ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম (২৯)।
পুলিশ সূত্রে জানা গেছে,
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার উচাখিলা বাজার থেকে সাবেক ইউপি
সদস্য মনতাজ আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি উচাখিলা ইউনিয়নের মরিচাচর (মলামারি) গ্রামের
বাসিন্দা। একই রাত ১২টার দিকে মগটুলা ইউনিয়নের মধুপুর বাজার এলাকা থেকে ছাত্রলীগ নেতা
শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি নাউড়ী গ্রামে, পিতা আব্দুল কাইয়ুম।
আওয়ামী লীগ নেতা তোতা
মিয়ার বাড়ি আঠারোবাড়ী ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে
গ্রেপ্তার মনতাজ আলী ও ছাত্রলীগ নেতা শফিকুল ইসলামকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, “গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী
আইনে মামলা দেওয়া হয়েছে এবং তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি
স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”