জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা কমিটির সভা রবিবার

Date: 2025-11-08
news-banner

অনলাইন ডেক্স:

জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ভোটার তালিকা ও নির্বাচন ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ সংক্রান্ত কমিটির গুরুত্বপূর্ণ সভা আগামীকাল রবিবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এদিন বিকেল ৩টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

এনআইডির পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় জাতীয় পরিচয়পত্র সংশোধন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বিশেষ করে, এনআইডি সংশোধনের আবেদন দাখিল ও নিষ্পত্তির ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও তাদের দায়িত্ব নির্ধারণ সংক্রান্ত আদর্শ পরিচালনা পদ্ধতি (এসওপি) সংশোধনের বিষয়টি আলোচনার মূল এজেন্ডায় থাকবে।

এ ছাড়া সভায় ভোটার নিবন্ধন ও এনআইডি প্রণয়ন, দেশে বসবাসরত ও বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া, এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে।


তথ্য সূত্র: কালেরকন্ঠ

Leave Your Comments