জর্ডান থেকে এনে প্রেমিকাকে ধর্ষণ

Date: 2025-09-16
news-banner
বগুরা সংবাদদাতা:
জেলা বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিদেশ থেকে ফেরত এনে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলায় হলে প্রেমিক ফজলুল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুরা নারী শিশু আদালতের মাধ্যমে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ফজলুল হক ধুনটের বড়চাপড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে।

জানা গেছে, ওই নারী (৩০) কর্মসংস্থানের প্রয়োজনে ২০২২ সালে জর্ডান যান। সেখানে অবস্থানকালে মোবাইল ফোনে ফজলুল হকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জর্ডানে থাকা প্রেমিকার কাছ থেকে ১ লাখ টাকা নেন ফজলুল। কিন্তু নারীকে ফেরত এনে বিবাহ করেননি।

ধনুট থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, বিদেশফেরত এক নারীর ধর্ষণ মামলায় ফজলুল হককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

Leave Your Comments