খাবার নিয়ে শিয়াল কুকুরের ঝগড়ায়, প্রবাসীর মরদেহ উদ্ধার

Date: 2025-09-27
news-banner

অনলাইন ডেক্স:

জেলা ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শিয়াল কুকুরের মধ্যে ঝগড়া দুর্গন্ধের সূত্র ধরে উদ্ধার করা হয়েছে নিখোঁজ থাকা এক প্রবাসীর বস্তাবন্দি মরদেহ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সংগ্রামকেলি বাজারের কাছে একটি বাঁশঝাড়ের নিচে মাটিচাপা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। 

ওই ব্যক্তির নাম আলমগীর হোসেন আলীম (৩৫) তিনি উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামকেলি গ্রামের বাসিন্দা এবং দীর্ঘ পাঁচ বছর সৌদি আরবে অবস্থানের পর সম্প্রতি ছুটিতে দেশে আসছেন।

স্থানীয়রা জানায়, দুই দিন ধরে ওই জায়গায় শিয়াল কুকুরের অস্বাভাবিক আচরণ এবং ঝগড়ার শব্দ লক্ষ করা যাচ্ছিল। বিষয়টি নিয়ে কৌতূহল থেকে তারা কাছে গিয়ে দুর্গন্ধ পান এবং পরে গর্তে থাকা একটি প্লাস্টিকের বস্তা দেখতে পান। মাটি খুঁড়ে দেখা যায়, সেটির ভেতরে রয়েছে হাত-পা বাঁধা, চোখ উপড়ানো অবস্থায় একটি মরদেহ। মরদেহটি একজন যুবকের।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, আলীম গত ২৪ সেপ্টেম্বর রাত ১১টার দিকে বাড়ির গরুকে খাবার দিয়ে নিজের খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন।

সময় তিনি মাকে বলে যান তার খাবার রেখে দিতে। একটু বাহির থেকে আসি। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরে ২৬ সেপ্টেম্বর বিকেলে আলীমের পরনের জিন্স প্যান্ট, শার্ট শর্টস স্থানীয় বাফাইল বিলের পাশে পড়ে থাকতে দেখা যায়। ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়।

নিহতের ভাই শাহ আলম মা মনোয়ারা বেগমের দাবি, এলাকার একটি প্রভাবশালী মাদক চক্রের সঙ্গে আলীমের বিরোধ চলছিল। আলীম এলাকার ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন। তারা জানান, মাদক কারবারি মাসুদ, সাদেক, কাজল, খাইরুল, রাজনসহ স্থানীয় কয়েকজন আলীমকে হত্যার হুমকি দিয়ে আসছিল। এঘটনার সাথে তারা জড়িত থাকতে পারে।


Leave Your Comments