কুমিল্লায় ৯৫০ পিচ ইয়াবা সহ নারী গ্রেফতার

Date: 2025-09-18
news-banner

কুমিল্লা সংবাদদাতা:

জেলা কুমিল্লার মুরাদনগরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে এক হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিল্পী আক্তার (৩৭) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের নিমাইকান্দি এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শিল্পী আক্তার কুমিল্লার হোমনা উপজেলার মনিপুর গ্রামের মো. নজরুল ইসলামের স্ত্রী। তিনি মুরাদনগর উপজেলা সদরের নিমাইকান্দি এলাকায় একটা ভাড়া বাসায় থাকেন।

স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর যৌথ বাহিনীর একটি দল মুরাদনগর সরকারি হাসপাতালের পেছনে বিশেষ অভিযান পরিচালনা করেন। সময় শিল্পী আক্তারের কাছ থেকে এক হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান বলেন, গ্রেপ্তার শিল্পী আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।


Leave Your Comments