মাদারীপুরে তাঁতী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

Date: 2025-11-08
news-banner
মাদারীপুর সংবাদদাতা :
জেলা মাদারীপুর কালকিনি উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ফরাজীকে গ্রেপ্তার করেছে কালকিনি থানা পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) রাতে কালকিনি পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তর রাজদী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত ছত্তার ফরাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ফরাজীর বিরুদ্ধে গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পৌরসভার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে কালকিনি থানা পুলিশ।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. সোহেল রানা বলেন, রেজাউল ফরাজীকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Leave Your Comments