ময়মনসিংহে টাইফয়েড নিয়ে জনসচেতনামূলক ক্যাম্পেইন

Date: 2025-10-06
news-banner

ময়মনসিংহ সংবাদদাতা:

গণ যোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং জেলা তথ্য অফিস ময়মনসিংহের আয়োজনে ময়মনসিংহের জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন ভিআইপি মিলনায়তনে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৬ অক্টোবর) সকাল ১১টার সময় শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড ভেকসিনেশন বিষয়ক টাইপের টিকাদান ক্যাম্পেইন ২০২৫  ও জেলা পর্যায়ের সাংবাদিকদের সাথে  এ পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন গনযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব ফায়জুল হক ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ময়মনসিংহ সিভিল সার্জন জনাব ডাঃ মোহাম্মদ ছাইফুল ইসলাম খান ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব লুৎফুন নাহার ।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ।


advertisement image

Leave Your Comments