মেহেরপুরে দুই লক্ষ টাকার চায়না জাল জব্দ

Date: 2025-10-08
news-banner

মেহেরপুর সংবাদদাতা:

জেলা মেহেরপুর ভৈরব নদীতে অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

এ সময় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের  প্রায় ২ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন মৎস্য বিভাগ সহ পুলিশ সদস্যরা।

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম বলেন,সরকারি নির্দেশনা অনুযায়ী, অবৈধ চিংড়ি পুশনেট, চায়না দুয়ারি জাল ও নদীতে স্থাপিত অবৈধ বাঁধ অপসারণের মাধ্যমে প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রজনন ও মজুদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


advertisement image

Leave Your Comments