অনলাইন ডেস্ক:
জেলা নরসিংদীতে খেয়াঘাটে
অতিরিক্ত ভাড়ার টাকা আদায়কে কেন্দ্র করে ফের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত
হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) সকালে সদর উপজেলার মাধবদী থানার চরদীঘলদী ইউনিয়নের জিতরামপুর
এলাকায় মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।
এর আগে গত সোমবার
ও মঙ্গলবার দুই দফায় সংঘর্ষের পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল বলে জানিয়েছেন
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। তবে শনিবার ভোরে পুলিশ না
থাকার সুযোগে পুনরায় সংঘর্ষ বাধে।
স্থানীয় সূত্রে
জানা গেছে, জিতরামপুর খেয়াঘাটে ভাড়ার অতিরিক্ত টাকা আদায় ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র
করে শহিদ মেম্বার ও চাঁন মিয়া গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার
সকালে দুই পক্ষের শতাধিক লোক টেঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা
চালায়।
সংঘর্ষে উভয়পক্ষের
অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে,
তবে অনেকে গ্রেপ্তারের ভয়ে গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
ওসি মো. নজরুল
ইসলাম বলেন, “ভোরে পুলিশের উপস্থিতি না দেখে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।